শীতে ঠান্ডায় কানে বেশি লাগে, আবার কারো পায়ে, কিন্তু জুতো মোজা পড়লেই অনেকেই পা ঘেমে গিয়ে গন্ধ হয়। লোকসমাজে জুতো খুলে গেলে লজ্জায় মাথা কাটা যাবে এটাই স্বাভাবিক। কায়দা করে জুতো পড়েছেন।কিন্তু ঘন্টা দুয়েক পরে বন্ধুর বাড়ির আড্ডায় জুতো খুলে যেই না গদিতে বসছেন, অমনি লজ্জার কারণ হয়ে ওঠে আপনার পা ঘামার গন্ধে। অফিসে বসে পা ঘেমে গেলেও লজ্জায় জুতো খুলতে ভয় পান। এই সব পরিস্থিতিতে সামনাসামনি হয়ে, খুবই অস্বস্তিতে পড়তে পারেন। অথচ কাকে বলবেন কি উপায়ে মুক্তি পাবেন সেটা বুঝে উঠতে পারছেন না। একটু একটু করে নিতে গিয়ে ঠেকেছে আপনার আত্মবিশ্বাস।
যে কারণে পায়ের দুর্গন্ধ হতে পারে
১. দীর্ঘ সময়ে পা ঘামে ভিজে থাকলে দুর্গন্ধ ছড়াবে। ঘামে ভেজা স্যাঁতস্যাঁতে ব্যাকটেরিয়ার বিস্তার দ্রুত হয় আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ বাড়তে থাকে।
২. নাইলনের মজা পায়ে দুর্গন্ধ বাড়ায়। এই জাতীয় মজার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না আর ঘাম শোষণ করতে পারে না।
৩. কৃত্রিম চামড়ার জুতো অর্থাৎ চামড়ার মত দেখতে যে ফোম এর জুতোগুলো আছে এগুলি পায়ে পরলে দুর্গন্ধ হওয়ার প্রবণতা বাড়ে। কৃত্রিম চামড়ার জুতোর ভেতর থেকে বাতাস চলাচল করতে না পারার কারণে পা মে যায় এবং দ্রুত গন্ধ তৈরি হয়।
৪. কিংবা স্টাইলিং দেখাতে অনেকে স্নিকার মজা ছাড়াই জুতো পরেন। ঘামে ভিজে জুতোর ভেতরটায় স্যাতসেতে ও নোংরা হয়ে থাকে। এভাবেও দুর্গন্ধ ছড়াতে পারে।
৫. পায়ের যত্নে অবহেলা কিংবা অলসতার কারনে গায়ে নানা ধরনের রোগ হয় এবং উপসর্গ হিসেবে দুর্গন্ধ ছড়ায়।
আরও পড়ুন: সিসা ও নিকাল মিললো রক্তে, ভারতে মিলল "নতুন রোগ"আক্রান্ত বহু মৃত ১
তবে চিন্তা নেই কিছু ঘরোয়া টোটকা আছে যেগুলি ব্যবহার করলে এ দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন
বেকিং সোডা- জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরের দিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দেখবেন দুর্গন্ধ থাকছে না। তবে চামড়ার জুতোয় বেকিং সোডা ব্যবহার কখনোই করবেন না।
পুরানো মোজা- পুরাণ অনুযায়ী 2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে গিঁট বেঁধে জুতোয় রেখে দিতে পারেন। পরদিন সেই মজা পরে যান। দেখবেন কোনো গন্ধ থাকবে না।
নুন ছিটিয়ে দিন-স্নিকার্স দুর্গন্ধ মুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য নুন ছিটিয়ে দিন।একটুকরো কাপড় বা তুলো লবঙ্গ তেলের ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতোর দুর্গন্ধ দূর হবে।
লবঙ্গ- কয়েকটি লবঙ্গ ফেলে রাখলে উপকার পাবেন। ফুটন্তত জলে টি ব্যাগ ফেলে রাখুন দুমিনিট। টি-ব্যাগ ঠান্ডা হলে জুতোর মধ্যে রেখে দিন। এক ঘন্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভিতরের অংশ ভালো করে মুছে নিন।এক ঘন্টা পর টি ব্যাগ সরিয়ে জুতোর ভিতরের অংশ ভালো করে মুছে নিন।
জুতো বদল - এক জোড়া জুতো প্রতিদিন না পডরে জুতা বদল করে পরুন। জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।
ফেব্রিক সফটনার সিট- জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরের দিন সেটি বার করে পরুন গন্ধ ভ্যানিস।
কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না কিন্তু।
একটি মন্তব্য পোস্ট করুন